অনেক কবি হারিয়ে গেছে আসর থেকে
কেউ লজ্জায় বা অভিমানে---
কেই বা কার খবর রাখে!
আকাশভরা স্বপ্ন নিয়ে
আসরে ছিল চোখ বাড়িয়ে,
ফুটিয়ে হৃদয় কুসুমটাকে
গেঁথেছিল গান আদর দিয়ে
কোথায় গেল কেউ কি জানে?
অনেক কবি হারিয়ে গেছে আসর থেকে
কেউ হয়ত ব্যাথার টানে---
কেই বা কাকে ধরে রাখে!
আত্মবিশ্বাসে ভরা ছিল বুক
সৃষ্টিতেই তার যত সুখ,
সরিয়ে সকল ব্যাস্ততাকে
কলমে চালাত কল্পনার চাবুক
কোথায় গেল কেউ কি জানে?
অনেক কবি হারিয়ে গেছে আসর থেকে।।