নখে যদি ময়লা জমে
চোখে যদি বিরহের বালি
স্বপ্নেরা মরে-পঁচে গেলে
মন যদি হয়ে যায় খালি,
বেঁচে থাকা দায় হয় যদি
মাঝ পথে থেমে যায় নদী;
ভেঙে পড়ে ফুল-ফল নিয়ে
বৈশাখী ঝড়ে যদি ডাল
চলে যায় আশা মুছে দিয়ে
যদি সূর্যের অভাবে সকাল,
বেদনায় ঝুলে গেলে হাত
যদি হাহাকারে ভরে দিন-রাত
তুই তবু আসিস না ফিরে...
কাছে আর ডাকিস না সুরে,
আর পারবে না হৃদয়
মাটি ফেলে গোলাপ তুলে নিতে
সে হয়েছে অন্ধকারময়
কাদা মেখে মরতে দে শান্তিতে।