শোনাও দেখি কন্ঠ ছেড়ে মিথ্যে কিছু কথা
শুনলে মেটে শরীর জুড়ে টিপটিপানি ব্যাথা!
অত্যাচার কি বন্ধ হবে অসহায়ের ওপর?
স্বার্থলোভী পরবে মাথায় ন্যায় ও নীতির টোপর?
শান্তি কত মিথ্যে শুনে বলতে থাকো ভাই
দরিদ্রদের দুর্দশা দেখে একফোঁটাও ঘুম নাই!

দশের ভালোর জন্য তোমায় দিতেই হবে প্রান?
দেশের সেবা করার তোমার অবাক করা টান!
শুনতে শুনতে হারিয়ে যাই অলীক সুখের দেশে
তোমার পায়ে থাকুক সমাজ লোক দেখানো হেসে।
শোষকদেরও শাস্তি দেবে আইন মতো ঠিক?
অধিকারের আলোয় ভরবে সত্যি চতুর্দিক!
পড়বে ফেটে গড়বে পায়ে গুন্ডার দাদাগিরি?
এমন মধুর মিথ্যে শুনেই মরতে যেন পারি!!