কষ্ট? তাতে কি?
সে তো সবার থাকে!
জীবনে নতুন কিছু,সুন্দর কিছু
করার চেষ্টা করো!
এগিয়ে যাও দেখি
ওসব কোনো কাজের নয়!
জল জমুক,শ্যাওলা পড়ুক
তাতে তোমার কি?
তুমি আলোর কথা ভাববে
তুমি মাটি মেখে,হাওয়া মেখে
সমাজে,সভ্যতায় একাকার হয়ে যাবে!
তুমি না শক্তি! তুমি না ভয়ঙ্কর!
ও কষ্ট কি তোমায়
দাঁড়ানোর জায়গা দেবে?
ও বিষ,ছদ্মবেশী কেউটে
দূর করো ও শয়তানকে
তোমার হাত,পা,নখ থেকে!
তুমি না সৃষ্টি! তুমি না শ্রেষ্ঠ!
এগিয়ে যাও দেখি
তোমার কাদাতে কোনো কাজ নেই!
থুবড়ে পড়ে থাকার আবশ্যিকতা নেই!
আর.... কত কষ্ট এলো!
কোনটা কতদিন টিকেছে?
তবে কেলিয়ে পড়ে আছো কেন
মজবুত হয়ে দাঁড়াও দেখি!
এগিয়ে যাও দেখি!
সামনে সীমান্ত পাবে,দিগন্ত পাবে
স্বাধীনতা, মুক্তি .....