আরো গাঢ়ত্ব নামে জীবনে
রংচং-এ সাহিত্য বা চলচ্চিত্র থেকে
আসা উত্তেজনা কমতে থাকে;

আরো গাঢ়ত্ব নামে জীবনে
শেখা উপদেশগুলো উপহাসের মত
পড়ে থাকে পথের ঘাড়ে-কোমরে;

আমরা থিতিয়ে যাই।