পাহাড় তোমায় ডাকছে আবার
ডাকছে আকাশ, নদী
আগুন পাবে শীতল রাত তোমায় পায় যদি।
তোমার ছোঁয়ায় ফুটবে কুঁড়ি
গোলাপ বাগান জুড়ে,
ভ্রমরা তাই ডাকছে তোমায় পাখনা নেড়ে নেড়ে।
শান্ত সাগর মত্ত হয়ে
ঢেউ তুলতে চায়,
তাইতো তোমায় ভেজা চোখে অবিরত ডেকে যায়।
মেঘের দেশে উড়তে চেয়ে
পাথর চাপা প্রাণ
ডাকছে শোনো কন্ঠ ছেড়ে, গাইছে তোমার গান।