কাজ করে যাব আমি আমরণ
এই পণ।
সুযোগ পেলাম যখন ধানের ক্ষেতে
কারখানায়,পৃথিবীর বুকে
গড়ে যাব সভ্যতার সিঁড়ি,
এগিয়ে যাব একটু একটু করে
মেঠো পথে আলোর রেখা ধরে
এই পণ।
যত বাধা যত ক্লান্তি
সরিয়ে
বুকে আশার সুগন্ধ ভরিয়ে
সবল দু'হাতে অশোকের বনে
পরিষ্কার করে যাব
সকল আবর্জনা,মেরামত করব ক্ষত
হাসিমুখে অবিরত
এই পণ।
অলসতা, বিলাসিতা ছেড়ে
শরীরের ধূসর ধূলা ঝেড়ে
মুছে ঘাম
জুড়ে যাব সময়ের বলিরেখা,
দিয়ে যাব আগামীকে সঞ্চিত শক্তি
কর্মের প্রতি ভক্তি
এই পণ---
কাজ করে যাব আমি আমরণ।