দেখো তুমি
আমি একদিন হারিয়ে যাব।
সুপ্ত পাহাড়ের বুকে
গজানো ঘাসগুলো হয়ত কেঁপে উঠবে
আর---
সমুদ্রের ঢেউগুলো
বালুচরে ফেনা ছড়িয়ে যাবে
তোমার চীৎকার শুনে।
প্রান্তহীন বিজনে
কয়েকটা পদচিহ্ন পেতেও পারো;
প্রতিধ্বনিও।
আমার এই কাগজগুলোই সম্বল হবে
আমি নয় ।
দেখো তুমি--