ভারত আমার ভারতবর্ষ
এ সকল দেশের সেরা!
ভারত আমার ভারতবর্ষ
কত ধর্মে বর্ণে ঘেরা!
ভারত আমার রক্ত শিরা
ওগো ভারত আমার প্রাণ!
আবার যদি জন্মি তবে
যেন ভারতেই পাই স্থান!
গর্বিত আমি ভারত-পুত্র
গাই ভারতের জয়গান!
ভারত আমার ভারতবর্ষ
বিস্ময় এক--বিশ্বে মহান!