খবরটা অডিটরিতে আঘাত করার পর
কয়েক মিনিট লেগেছিল
উপযুক্ত প্রতিক্রিয়ার ব্যাপারে মস্তিষ্কের।
পাথর ফেটে যাচ্ছিল না যদিও
নামার সময় পা'দুটো দারুন ভারী হয়ে উঠেছিল
আর আমার চুপসে যাওয়া কন্ঠ
বাক্য উৎপন্ন করতে না পারার যন্ত্রণায়
দ্বারস্থ হয়েছিল
কিচ্ছু বুঝে উঠতে না পারা
অসহায় ফ্যালফ্যালে দুটো চোখের কাছে!
যে সুস্থ-সবল ছাচ ছিল
পরশু পর্যন্ত আমাদের নিরাপদ আশ্রয়,
কাল চন্দ্রবড়ার বিষে জর্জরিত হয়ে যে
হাসপাতালের আইসিইউতে ছিল চিকিৎসাধীন
মা'কে বলবার ছিল
সেই "বাবা--- আর নেই!!!"
### হঠাৎ এভাবে বাবাকে হারাতে হবে কখনও কল্পনাও করিনি!!! ভীষন ভেঙে পড়েছি!!!