আমি শুধু ভালোবাসা বুঝি
আমার স্বপ্নের ভেজা ধুলোয়
তোমারি পদক্ষেপ খুঁজি;
অলীক নেশা যেন এক
আজ শরীরের ব্লকে ব্লকে
তোমারি আলতো উপস্থিতি
আমার এ চোখে-ত্বকে।
আজ তুমি শ্রাবণের ভোর
আমার কান্ডহীন শরীরে
এল যৌবনের প্রবল জোর;
অদ্ভুতভাবে ক্ষয় না
কোন আকাঙ্খার উচ্চতা
তোমারি আশ্রয় খুঁজি
আমি রাখতে জ্বলন্ত মাথা।
আমি শুধু ভালোবাসা বুঝি
বুঝি না তো আর কিছু
তোমারি অনুমতি খুঁজি
হাঁটি চুপচাপ---পিছু পিছু।।