আজোও তুমি স্বপ্ন জাগাও
           গোপন আঁধার রাতে,
আজোও তোমার অক্ষিতাপে
           তপ্ত --শীতল প্রাতে।
আজোও তুমি জাগাও হাসি
           অলীক কৌতূহলে,
আজোও তুমি নামাও রোদন
           শূণ্য নয়নকোলে।
আজোও তুমি চিত্ত-রানী
           অসীম কামনায়,
আজোও জানি এ মন-প্রান
           আকাশকুসুম ছায়।
আজোও ভাসো তেমনি করে
           ক্লান্ত স্বৃতির স্রোতে,
আজোও নামে তোমার নয়ন
           সেদিন যেমন মোতে।
আজোও তুমি মিষ্টি হেসে
           সৃষ্ঠি কর শেষ,
আজোও তুমি শান্ত কর
           উগ্র হিয়ার রেশ।
আজোও তুমি নিত্য রহ
           মিথ্যে আশায় ভরে,
আজোও জানি--ক্ষান্ত হবে
           প্রাণহীন কলেবরে।।