আমার হারিয়ে যাওয়া দিনগুলো
                           যখন তখন মনে পড়ে
আমার হারিয়ে যাওয়া দিনগুলো
                          মৃত অথচ নড়েচড়ে।
এদের আমি ভালো বাসতাম না
                          লক্ষ্য ছিল ভবিষ্যতের দিকে
ঘৃণা করে কাছে রাখতাম না
                           কিন্তু আজকে...।