মসজিদের ঐ মিনার থেকে
আযান ভেসে এলো।
আযানের মধুর শব্দ শুনে
ঘুম ভেঙ্গে গেল।
আঁখি মেলে তাকিয়ে দেখি
ভোরের আলো ঝলমল।
দূর্বা ঘাসে সূর্যের আলোয়
শিশির করে টলমল।
ভোর বেলার পাখি গুলো
গাইছে তাদের গান।
নানা রঙের নানা ফুলে
ভরে গেছে বাগান।
নানা কাজের মানুষ গুলো
ব্যস্ত নানা কাজে।
বউদিদিরা নদীর ঘাটে
হাড়ি পাতিল মাঝে।
দাদা-দাদী ঘরে বসে
পড়ছে কোরআন পড়া।
ছেলে মেয়ে রোদে বসে
পড়ছে মজার ছড়া।
লাঙ্গল গরু নিয়ে চাষী
মাঠের দিকে যায়।
বৈঠা হাতে বসে আছে মাঝি
পাল উড়িয়ে নায়।
ডাকছে পাখি কিচিরমিচির
গাইছে সুখের গান।
নতুন আলোতে চোখ মেলে
সতেজ সবার প্রাণ।