কিসের সাথে তোমায় আমি করবো তুলনা।
চাঁদের সাথে যদি তোমায় করি তুলনা।
তোমার দিকে হাত বাড়ানো আমার মানায় না।
যদি আমায় বামন বলো, সইতে পারব না।
চাঁদের সাথে তোমার তুলনা করে,
আমি বামন হতে পারবোনা।
তাই চাঁদের সাথে তোমায় তুলনা করবো না।
কিসের সাথে তোমায় আমি করবো তুলনা।
ফুল বললে তোমাকে, ভুল হবেনা,
ফুলের মত সুবাস তোমার, আছে মধু ভরা।
ছুলে তোমায় যদি বলো দুষ্ট ভ্রামর।
ভ্রমর হয়ে কাছে এসে, মধু নিয়ে,
চলে যেতে পারবোনা।
ফুলের সাথে তাইতো তোমার তুলনা করবো না।
কার সাথে তোমায় আমি করবো তুলনা।
তোমাকে কখনো পার্বতী বলবো না।
তুমি যদি পার্বতী হও আমি দেবদাস।
চাইনা করতে কবো নিজের সর্বনাশ।
মাতাল হয়ে আমার জীবন,
নষ্ট করতে পারবোনা।
তাইতো আমি তোমাকে পার্বতী বলবো না।
কার সাথে তোমায় আমি করবো তুলনা।
মমতাজের মত তোমায় কখনো বলবো না।
বিরহে তোমার সারা জীবন ফেলবো চোখের জল।
পারবোনা বানাতে আমি স্মৃতির তাজমহল।
ধন সম্পদ প্রচুর নাই যে আমার,
তাজমহল বানাতে পারবোনা।
তাই তোমাকে কখনো মমতাজ বলবো না।
কার সাথে তোমায় আমি করবো তুলনা।
তোমাকে কখনো রজকিনী বলবো না।
বরশী হাতে মাছ ধরতে কোন পুকুর ঘাটে।
এক নাগাড়ে বার বছর পারবোনা কাটাতে।
তোমার জন্য পুকুর ঘাটে বার বছর,
থাকতে আমি পারবো না।
তাই তোমাকে কখনো রজকিনী বলবো না।
কারো সাথে তোমায় আমি করবো তুলনা।
তুমি শুধু হবে জানি তোমার তুলনা।
তুমি আমার হৃদয় রাণী, আছো হৃদয় জোরে।
একটি দিনের জন্য তুমি যেও না দূরে।
তুমি আমার জীবন মরণ,
তোমাকে ছাড়া বাঁচবো না।
অন্য কারো সাথে তোমার তুলনা করবো না।