নয়ন জোরে জল আসে
নয়ন জোরে জল আসে,
আর নয়ন জলে বুক ভাসে।
আমার মন কাঁদে, প্রাণ কাঁদে,
বুক ভাঙ্গা দীর্ঘশ্বাসে।
নয়ন জোরে জল আসে,
আর নয়ন জলে বুক ভাসে।
আজকে আমার বুক ভাঙ্গা ঝড়,
বুকের ভিতর যে ছিল, আজ সে হল পর।
আমায় ছেড়ে, অনেক দূরে,
লুকিয়ে গেল কোন আঁধারে।
তবুও আমার নয়ন জোরে,
শুধু তার ছবি ভাসে।
মেঘ জমে মোর মন আকাশে।
নয়ন জোরে জল আসে,
আর নয়ন জলে বুক বাসে।
আকাশ ভরা মেঘ দেখে ঐ,
কোথায় গিয়ে লোকালো কই,
কথা ছিল সুখে দুঃখে থাকবে সে মোর পাশে।
আপন হয়ে থাকবে সে, আমায় ভালবেসে।
সব কিছু সে ভুলে গেল,
একলা করে চলে গেল।
কখনো আমি এই ভাবিনি,
থাকবেনা সে মোর পাশে।
নয়ন জোরে জল আসে,
আর নয়ন জলে বুক ভাসে।
আজকে তাহার নতুন বাঁধন,
নতুন মানুষ হল আপন।
আমি পুরাতন রইলাম শুধু সেই পুরাতন পুরে।
নতুন মানুষ আপন হলো, আমি রইলাম দূরে।
নতুন পেয়ে, নতুন নিয়ে,
নতুন সুরে গান গেয়ে,
দিন কাটে তার আনন্দে আর,
নতুন পাবার উল্লাসে।
আমার নয়ন জোরে জল আসে,
আর নয়ন জলে বুক ভাসে।
তার মিলনে, তার বিরহে,
প্রেমানলে দহে দহে,
হৃদয় আমার হল যেন খাঁটি হেম।
এত দিনে বুঝলাম আমি বিরহের নাম প্রেম।
প্রেম মানে শুধু যন্ত্রনা আর ক্লেশ।
দুঃখে দুঃখে জীবন করে শেষ।
কেউ সাজে পাগল বাউল,
কেউবা দুঃখের সাগরে ভাসে।
আমার নয়ন জোরে জল আসে,
আর নয়ন জলে বুক ভাসে।