আজকে আমার বুক ভাঙ্গা ঝড়,
বুকের ভিতর যে ছিল, আজ সে হল পর।
আমায় ছেড়ে, অনেক দূরে,
লুকিয়ে গেল কোন আঁধারে।
তবুও আমার নয়ন জোরে,
শুধু তার ছবি ভাসে।
মেঘ জমে মোর মন আকাশে।
আজকে তাহার নতুন বাঁধন,
নতুন মানুষ হল আপন।
আমি পুরাতন রইলাম শুধু সেই পুরাতন পুরে।
নতুন মানুষ আপন হলো, আমি রইলাম দূরে।
নতুন পেয়ে, নতুন নিয়ে,
নতুন সুরে গান গেয়ে,
দিন কাটে তার আনন্দে আর,
নতুন পাবার উল্লাসে।