শীতের জড়তা চলে গেল,
কুয়াশা ঢাকা কেটে গেল,
তাইত এবার আকাশে বাতাসে
ফাগুন এলো।
পাতার আড়াল থেকে,
কোকিল ডেকে ডেকে,
সবাইকে আজ জানিয়ে দিল,
ফাগুন এলো।
গাছে গাছে, শাখায় শাখায়,
ফুল ফুটিল থোকায় থোকায়,
ফুলের সুবাস ছড়িয়ে দিল।
ফাগুন এলো।
বসলো ফুলে মধুর আসর,
গুনগুনিয়ে দুষ্ট ভ্রমর,
ফুলের মধু তুলে নিল,
ফাগুন এলো।
প্রাণ জুড়ানো পরশে ভরা,
ক্লান্তি হাড়া, শীতল করা,
দক্ষিণা হাওয়া বইলো,
ফাগুন এলো।
শিমুল, পলাশ, জবার ডালে,
ভরে গেল লালে, লালে,
প্রকৃতি কে জানিয়ে দিল,
ফাগুন এলো।
ক্লান্তি ভরা সবার মনে,
আমের মুকুলের মিষ্টি ঘ্রাণের
পরশ দিয়ে জানিয়ে দিল,
ফাগুন এলো