দাও রাঙ্গিয়ে আমার মনে,
তোমার মনের রঙ্গে রঙ্গে।
আমি এখন হারিয়ে গেলাম
তোমার মনের গহীন গাঙ্গে।
যেথায় আছে মধু ভরা,
স্বপ্নে ঘেরা, সুখের নেশা।
পেলাম খুঁজে, তোমার মনের
মধ্যখানে আমার বাসা।
তোমার দ’টি চোখের তারায়
স্বপ্ন ঘেরা রঙ্গীন নেশা।
দেখলে তোমায়, আমার মনে
বাড়িয়ে তুলে পাবার আশা।
তোমার কালো চুলের খোঁপায়
ইচ্ছে করে তুলে দিতে,
বকুল ফুলের মালা গেঁথে,
যতন করে নিজের হাতে।
সামনে তুমি আসলে পরে
ঠোঁট কাঁপে হারাই ভাষা।
জানিনা তারে বলবে কি
নীরবতা না, ভালোবাসা।