পুষ্প কানন নানা রঙে আজকে উঠিল সেজে।
পাতার আড়ালে মধুর কণ্ঠে কোকিল উঠিল গেয়ে।
শুকনো পাতার মর মর ধ্বনির নূপুর উঠিল বেজে।
প্রাণ জুড়ানো দক্ষিণা হাওয়া যাচ্ছে যে আজ বয়ে।
বৃক্ষ গুলো সেজেছে এমন কার আহ্বান পেয়ে।
বন বৃক্ষ সাজিল আজ এ কোন কারুকাজে।
ফুলে ফুলে ভরা আর মিষ্টি সুবাস পেয়ে ।
গুনগুনিয়ে দুষ্ট ভ্রমর ছুটছে মধুর খুঁজে।
কার ডাকে নেচেছে মন, কার আহ্বানে।
আনন্দের দোলায় আজকে মন হয়েছে উতলা।
কাহার পরশে মনের মাঝে এত কথার মালা
সুরে সুরে ভরে উঠেছে মন আজকে মধুর গানে।
এত রূপ অঙ্গে যার নাহি রূপের অন্ত।
আজকে আকাশে বাতাসে এসেছে বসন্ত।