আমি তো নয়
আমি তো নয় কোন ব্যথার পাহাড়।
তবে কেন আমার এত কান্না।
অশ্রু গুলো ঝরছে যেন,
দু’চোখ আমার ঝর্ণা।
সাগর হয়ে যাক চোখের জলে,
তবু যাবো না আমি তোমাকে ভুলে।
আছো তুমি আমার হৃদয় জোরে,
থাকবে আজীবন ধরে।
আমি তো নয় কোনো নীরব পাথর
তবুও তো সয়েছি কত ব্যথা।
দিয়েছ আমাকে কত অপবাদ
তবুও বলিনি কোনো কথা।
দাও তুমি আমাকে যত অপবাদ,
তবুও করবো না কোন প্রতিবাদ।
থাকনা তুমি যতই দূরে।
তবুও থাকবে এই হৃদয় জোরে।
আমি তো নয় কোনো সুগন্ধি ধোপ।
পুরে পুরে সুবাস দিয়ে, পাবো সুখ।
পুরে পুরে ধুয়া ছাই হয়ে,
সুবাসে ভরাবো তোমার বুক।
যতই পুড়াও আমায় তুমি বিরহের আগুনে,
ততই কাঁদবে তুমি লুকিয়ে গোপনে।
সুখ যদি পাও তুমি আমাকে পুরে,
দোয়া করি সুখে থাকো সুখের নীড়ে।