আঁধার ঘরে বন্দী আমি সঙ্গী নাই কেউ।
দুই নয়নে অশ্রু গুলো খেলছে শুধু ঢেউ।
হারানো সেই স্মৃতি গুলো ভাসছে হৃদয় জোরে।
খর স্রোতা নদীর মত অন্তর যাচ্ছে খুরে।
তাহার ডাকে হাত বাড়ানো ছিল আমার ভুল।
বিষোণ খেলায় ভাঙ্গছে যে সে আমার দুটি কূল।
কুল ভাঙ্গেনি তার ধারে আমার দেওয়া ঢেউ।
আঁধার ঘরে বন্দী আমি সঙ্গী নাই কেউ।
দুই নয়নে অশ্রু গুলো খেলছে শুধু ঢেউ।
আমাকে সে ডেকে ছিল মেঘে ভাসা ভেলায়।
আমরা দুজন মেতেছিলাম আলো ছায়ার খেলায়।
কখন সে যে কালবৈশাখী হয়ে, ভেঙ্গে দিল ঘর।
বিষোণ আঘাতে চূর্ণ করল আমার এ অন্তর,
বুঝতে পারিনি তবু আমি, বুঝিনি তা কেউ।
আঁধার ঘরে বন্দী আমি সঙ্গী নাই কেউ।
দুই নয়নে অশ্রু গুলো খেলছে শুধু ঢেউ।
ফুল তুলিতে যায়নি আমি, সে তো দিল তুলে।
ফুলের মাঝে কাঁটা ছিল, দেয়নি তা বলে।
কখনো আমি পাইনি, একটু ফুলের আঘাত।
কাঁটার আঘাত দিয়ে সে যে মিঠালো তার সাধ।
তার কারণে, দুই নয়নে শুধু অশ্রুর ঢেউ।
আঁধার ঘরে বন্দী আমি সঙ্গী নাই কেউ।
দুই নয়নে অশ্রু গুলো খেলছে শুধু ঢেউ।