তুমি যখন আসবে আমায় ঘিরে
দিব প্রাণের দোয়র খোলে,
মনে হবে হাজার বছর পরে;
তুমি দুল দিয়েছ আমার হৃদয় মূলে।
স্বপ্ন ঘেরা বাধন আমার যাবে খোলে,
আমার হৃদয় মূলে আসবে যবে।
দেখবে কত পাখ-পাখালী ছড়িয়ে পাখা;
তাদের মত উড়তে যাব আমরা তাবে।
সান্ধবেলা আমরা না হয় পাখির নীড়ে,
আপন মনে থাকব বসে।
সূর্য ডোবার সে ক্লান্ত বেলায়;
হিমেল বায়ু ঘিরবে এসে।
আমারা না হয় সিক্ত হব
সূর্য মামার কসুম রংগে,
আলপনাতে আকব ছবি
দু,জন মিলে মনের ঢংগে।
প্রাতে মোরা স্নান করিব হিমেল হাওয়ায়
উঠ যবে ভোরে,
টাটা দিব আমরা মিলে;
দেখব, সূয্যি মামা লাজে মরে।
আমরা মিলে করব খেলা চড়ই-ভাতি
রাধবে না হয় তুমি,
রাধতে তোমায় জানতে হবে;
না পারলেত আছি আমি ।
বিকাল বেলা বিষাল মাঠে
খেলব তবে দু’জন মিলে,
কানামাছি আর ছোয়াছোয়ি,
তবে গোল্লাছোটে হারবে, রাখছি বলে।
গভীর রাতে গল্প হবে
ভূত পেতদের সাঙ্গ করে!
ভয়ে তুমি জড়িয়ে নিবে,
আমার গা কে আপন করে।
দুপুর বেলার সূর্য যখন
উঠবে জেগে আপন তেজে,
তখন না হয় নদীর বাকে
স্নান করিব জলে সেজে।
তুমি আসবে বলে নিত্য আমি স্বপ্ন বোনি
প্রানের দোয়ার খোলে একলা হসি,
প্রতিটা দিনে হাজার বছর যাচ্ছে চলে,
আমার হৃদয় মূলে তোমার আসার ঘন্টা বাজে,
আসি আসি।
তেজগাঁও লেচুবাগান
২৪ কার্তিক, ১৪২০