উদাসীন চোখে দেখা হল তোমার,
ও পারের গ্রামে বারংবার।
এরপরে ছেয়ে গেছ দেহ ও মনে
প্রেমের বাদ্য বাজিল এ পরানে,
নিগোঢ় মনের যত বিথিকা;
বলেছিলাম যবে তোমায় একা।
প্রাণের মাঝে মোর করেছি বাস;
থাকিব জিবনের প্রান্তে, দিয়েছ আবাস।
ভেঙ্গে যাওয়া মনটা কেন উদাসীন?
তোমার কাথা ভাবতেই কাটেনা দিন।
এরপর বসে ভাবি আসাবে কোন দিন,
যে কথা দিয়েছ অতীতে রাতদিন।

বড় রাঙ্গামটিয়া আশুলিয়া
২১ ফল্গুন ১৪২৩