কে গো তুমি, সকরুন হাসির ছলে
অঢেল নয়নে কথা যাও বলে;
যে ভাষা বুঝা বড় দায়,
ক্ষণিকের তরে এ হৃদয় পুড়ায়।
কোন গগনে প্রিয় তোমার বাস,
হেথায় এসে এক পলক দেখিবার আশ,
এরি মাঝে তুমি নিয়েছ কল্পনার তুলি
আঁকিও না, এ শুধু মরুভুমির বালি।
দূর থেকে বহুদূর, আরো যত দূর
মনের চিন্তা থেকে ভেসে আসে যে সুর।
যদি মিশে যায় মোরা কোন কল্পনা ছলে,
এ হবে বড় ভুল, আলেয়া যেথায় খেলে।
চল দু'জনে দু'পথ হাটি, যেথা আর হবে না দেখা,
একা শধু একা, এক স্তব্দ নয়নে সম্মুখে শধু একা।
এক পলক দেখিবার ছলে, যে ব্যাথা এসেছিল হৃদয়ে।
চল ভুলে যায়, আর এ তরী না বায়, হাড়িয়ে যায় সময়ে।
২৬শে আষাঢ় ১৪৩১
নন্দিপাড়া, নরসিংদী।