এই গর্জে উঠ, গর্জে উঠ!!
ওমরের খোলা কৃপাণের মত
গর্জে উঠ।
দেখনা কত লাঞ্চনার মাঝে
তোমার ভাইয়ের পরে আছে?
দেখে নাত কেহ।
অঘুমন্ত মানুষের মত
‘সংঘ ঘুমিয়ে আছে
বুঝে নাত কেহ।
একএক করে তারা ধরছে
এক একটাকে
পরিণত কবরছে
উদ্বাস্তু শিবিরে।
তোমার ভাইয়েরা সেথায়
নেই নিরাপদে;
কখন যে বোমা এসে পরে
তাদের উপরে।
সে ভয় তাদের অন্তরে।
তারা নেই কোন নিরাপদে।
গর্জে উঠ গর্জে উঠ!
ওমরের খোলা কৃপাণের মত
গর্জে উঠ হে মুসলিম।
গাবতলী নরসিংদী
১২ শ্রবণ ১৪১৩