ভাবতে আমার অবাক লাগে
আমিও ছিলাম তাই,
বাবার কাঁধে আমিও যখন
ছিলাম ছোট্ট বেলায়।
সে স্মৃতিটা, আজ কোন ফ্রেমে
বাধা নেইকো আর,
আমার ছেলে যবে, হবে বড়
থাকবে ম্মৃতি তার।
বাবার চোখে দুনিয়া দেখার
স্মৃতি পরে মনে,
মায়ের মুখের হাসি খানা
সুখ টানে যে প্রাণে।
বাবার কোলে লাফালাফি
দুষ্ট করার ক্ষন,
মায়ের কোলে ঘুমিয়ে পরার
মিষ্টি মধুর বান।
এখন আমি বাবার দ্বারে
দাড়িয়ে আছি এর,
আমার ছেলেও হচ্ছে বড়
একই স্মৃতির ফের।
বাবার কাঁধে মায়ের কোলের
হাজার লাখো স্মৃতি,
দোল দিয়ে যাই আমার মনে
মধু ঝরার জ্ঞাতি।
আমার ছেলেও বড় হবে
রবে স্মৃতি আর
ভালবাসার মধুর ঝর্ণা
ঘিরে রাখুক তার।
জন্ম যাদের মেয়ে হওয়ার
বাবা ভাগ্যবান,
মায়ের পতি ছেলের থাকে
অনেক বড় টান।
এমন স্মৃতি সবার আছে
শীতল করা প্রাণ,
তুমিও একদিন হবে বাবা
মা পাবে তার মান।
বড় রাঙ্গামাটিয়া, সাভার।
১৪ মাঘ ১৪২৫