মুজিব

শেঈখ আইরিন জে.এস

বাংলার বুকে এসেছিল ঝড় -
এক কালো মেঘমালা,
তাই তো মুজিব তুমি রক্ষক -
হয়ে এসেছিলে বাংলায়।
তোমার অবদান কোনই -
কখনো ভুলিবার মত,
আজও হৃদয়ে আছে কালরাত্রি -
আর আগস্টের সেই ক্ষত।
আজ বাংলার বুকে তুমি -
মুজিব আর নেই বলে,
এ বাংলায় হচ্ছেটা কী?
কতই না ছলে।
এই জামানায় তুমি মুজিব -
থাকতে যদি দেশে,
সব ঝামেলা রুখতে তুমি -
বঙ্গ বীরের বেশে।