মা
শেঈখ আইরিন জে.এস
তোমারি চরণ তলে -
দিয়ো গো ঠাই।
আমি তোমারি মাতৃছায়ায়,
বাঁচিতে চাই।
আমি সকল বেদনা,
তোমাতেই ভূলে যায়।
তুমি ছাড়া শূন্য লাগে,
হৃদয়ের এই আঙিনায়।
তোমারি আচলে তাই ,
মাগো সুখ খুঁজে পাই।
জননী তুমি বিনে শান্তি,
পৃথিবীর কোথাও নাই।
কখনো ছাড়িব না তোমায়,
ওগো আমার দুখিনী মাই।