প্রেমের কবিতা আর লিখতে পারিনা
নিশ্চুপ বসে থাকি,
``তোমার চোখের তারায় ডুবে যাব’’ লিখে
মনে হয় এরপরে নেই কিছু বাকি।
আর কোনো শব্দ নেই
ধীরে ধীরে নিস্তব্ধতা গিলছে আমায়
অক্ষর যেন অস্পষ্ট আঁকিবুঁকি,
অনেক হিসেব করে সাজানো মনের ভাব
সাজানো আবেগ যদি প্রেম হয়
প্রেমে পড়া বড় বেশি ঝুঁকি।
এতটাই ঝুঁকি নিয়ে সকলের ভালবাসা
সাজানো আবেগের এতোটাই জোর?
পার্কে, মেট্রো স্টেশানে দৃষ্টিগ্রাহ্য ভাবে
এ প্রশ্নের মেলেনি উত্তর।
প্রেমের কবিতা তাই লিখতে পারিনা
নিশ্চুপ বসে থাকি কিছু নাই লিখে,
প্রেম এগিয়ে চলে প্রথাগত বিবাহের দিকে। (১০/১০/২০১৩)