আর কিভাবে পাল্টানো যেতে পারে নিজেকে

পারিপার্শ্বিক মরুভূমির ধূসরতা বদলের দাবি নিয়ে
দানা বাঁধা বিক্ষোভ স্ফূলিঙ্গ থেকে ক্রমশ
দাবানল হয়ে ওঠে।

কারা যেন প্রাণপণে ছিটিয়েছে জল
শুনিয়েছে ধর্মকথা অথবা স্লোগান,
তবুও একটা প্রজন্ম বিদ্রোহী হয়ে ওঠে।
গ্রামে, নগরে, বন্দরে, জঙ্গল- পাহাড়ে
আত্মতুষ্ট শাসকের নজর এড়িয়ে
পরিবর্তন নিজেকে চেনার।

এই পথ ফুরাবার নয়।
শৈশব থেকে একাকী পথ চলায়
কতবার নিজেকে বদলানো যায়?