পেঁয়াজের কেজি একশ ছাড়ালেও
কলকাতায় বরফ পড়েনা,
আকাশ তেমনি মেঘলা থেকে যায়।
মানুষ ফুটপাতে যথারীতি পেচ্ছাপ করে
হাত মুছে ফেলে শুকনো পাতায়।
পেঁয়াজের কেজি একশ ছাড়ালেও
এক পয়সা ডি এ বাড়েনা,
মোমবাতি মিছিলে পা মেলায়না কেউ।
ছুটির দিনে বাঙালী দীঘাতেই ছোটে
সমুদ্রের পারে বসে গোনে ঢেউ।
পেঁয়াজের কেজি একশ ছাড়ালেও
বারাসতে ধর্ষণ থামেনা,
মৃতার বাবার সরকারি চাকুরী বাধা।
মানুষেরা চিরকাল মানুষ হয়েই থাকে
গাধারা চিরকাল ভার বওয়া গাধা।
পেঁয়াজের কেজি একশ ছাড়ালেও
বিজ্ঞাপনের বিরতি কমেনা,
কলকাতা থেকে লন্ডন- সেতো বহুদূর,
পাড়ায় নিয়মিত কালীপুজো মোচ্ছব হয়
প্যান্ডেলে গান বাজে ঝিঙ্কুনাকুর।
পেঁয়াজের কেজি একশ ছাড়ালেও
মিডডে মিলে বরাদ্দ বাড়েনা,
আর্টগ্যালারীতে আঁতেলের ভিড় বাড়ে।
চাল, ডাল, আলু শুধু নগদেই মেলে
টিভি, এসি পাওয়া যায় ধারে।
পেঁয়াজের কেজি একশ ছাড়ালেও
সংলাপের তীব্রতা কমেনা,
কাগজের প্রথম পাতায় শাহরূখ খান।
এফএম রেডিওয় দাদের বিজ্ঞাপনের পরে
শুরু হয় দিন বদলের গান।
পেঁয়াজের কেজি একশ ছাড়ালেও
যশোর রোডে গর্ত ভরেনা,
ভাদ্রে কুকুরেরা অবৈধ সঙ্গম চালায়।
শুধু তেলেভাজার দোকানে পেঁয়াজীটা ছাড়া
বাদবাকি সব কিছু পাওয়া যায়।