কতটা গভীর ভাবে লুকালে
একটা গৃহস্ত জীবন সম্পূর্ণ কাটানো যায়?
পল্লবিত খবরের চেয়ে বহুদূরে
সন্তানের দেয়ালা দেখে মুগ্ধ হওয়া যায়?
পৃথিবীতে আর কোনো স্থান নেই
যেখানে একা একা কথা বলি।
প্রাচীন গুহায়, গভীর অরণ্যে
লক্ষ নিযুত শব্দ তরঙ্গ নিস্তব্ধতা ভেঙে দেয়।
চারিদিকে শব্দের ফাঁদ পাতা,
আমাদের ইন্দ্রিয় ক্রমশ
মোবাইল টাওয়ারের চেয়ে তীক্ষ্ণ হয়ে ওঠে,
মিছিলের স্লোগানের মত একটানা শব্দের ঢেউ
মস্তিষ্ককে ক্লান্ত করে,
বোধহীন ভালবাসার অভিনয়
অসহ্য হয়ে ওঠে।
এসবের থেকে কোথায় পালালে
দুটি মানুষ মুখোমুখি বসে থাকা যায়।