সেই কোন জন্মে আঁতুড়ের মায়া কাটিয়ে
দিব্যি পৃথিবীকে আপন করেছিলাম।
তারপর একটি জন্ম বাধ্য ছেলের মত
বিশ্বের যাবতীয় রহস্য ফেলে রেখে
মধ্যস্তরের মেধার চর্চায় মাতলাম,
প্রাণপণে চোখবুজে কাটিয়ে দিলাম
কৈশরের মাতাল দিনগুলি।

পরক্ষণেই যেন নবজন্ম হল
কিছুটা অর্থের বিনিময়ে কিছুটা সময়
বিক্রি করে দিয়ে
কিছু ভালো লাগা, কিছু মন্দ লাগা
এসবের সাক্ষী থেকে গেলাম।

তারপর প্রতিনিয়ত জন্মান্তর-
কোনো জন্মে দ্বায়িত্বশীল স্বামী,
কোনো জন্মে স্নেহশীল পিতা,
কোনো জন্মে কর্তব্যপরায়ণ পুত্র।

জানিনা এক জীবনে কতবার নবজন্ম হয়
এখনও কত জন্ম পড়ে আছে?
ভগবান, একটি জন্ম নিজের মত বাঁচতে দাও।

কাগজ, কলম, কিছু পলাতক শব্দ
আলো, অন্ধকার আর কিছুটা সময়।