প্রথম প্রয়াণ দিবসে প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধার্ঘ ----
নীরার মন ভালো নেই,
কলকাতার রাজপথ জুড়ে বিবর্ণ সকাল-
কলেজ স্কোয়ারের সামনে প্রতিবাদ সভায়
ছাত্রনেতার কন্ঠস্বর ক্ষীণ থেকে ক্ষীণতর।
মেডিকেলের সামনে দিয়ে নীরা হেঁটে যায়,
বাতাসে জীবাণুর গন্ধ – এক পথ শিশু
চটচটে বৃষ্টিমাখা সকালে উলঙ্গ হয়ে খেলে।
নীরার চোখে মেঘলা আকাশ, মাথা নত।
কলকাতা ক্রমশ ইতিহাসের নগর হয়ে ওঠে।
নীরা কি এগিয়ে যাবে – শিশুটির হাত
তুলে নেবে নিজের মুঠোয়?
গাল বেয়ে নেমে আসা অশ্রুবিন্দু দেখে
হঠাৎ বৃষ্টি থেমে যাবে?
নিরুত্তর প্রেমিক পুরুষ তার
এক সত্যবদ্ধ অভিমানে পুড়েছে আগুনে।
কে দেবে উত্তর – তাহলে কি
এরপরে সাদা পাতা থেকে যাবে?
অথবা সঙ্গোপনে কবি স্বপ্ন দৃশ্য এঁকে ফেলে
হঠাৎই নীরার জন্য।
(২৩/১০/২০১৩)