কোথায় বিলাবে হৃদয়
কোথায় মেলবে করতল?
হে মহামানব।

প্রিয় মানুষের প্রতি
কোথায় ঢালবে ভালবাসা,
প্রিয় মৃত্তিকায় কোথায় খুঁজবে বীজ
দৈন্যতা খেয়েছে তার শেষ দানা,
প্রিয় নারীটিকে নিয়ে কোথায় বাঁধবে ঘর
প্রিয় ফুল ইঁটের দেয়ালে
ফোটাবে কেমন করে?

ভোরের আলোতে আর কুয়াশা কাটেনা
নতুন ফসলের গায়ে বিষগন্ধ লেগে
নবজাতকের প্রথম নিশ্বাসে, সভ্যতা হানা দেয়
কর্কট রোগের মত, আমৃত্যু ছাড়েনা।

তবু
এখানেই বিলাবে হৃদয়
এখানেই মেলবে করতল?
হে মহামানব।
( ১৪/১০/২০১৩)