আরো একবার চন্দনে ডোবাও কনিষ্ঠ আঙুল
আরো একবার কপালে রাখ শান্ত তোমার হাত
আরো একবার অস্ফুটও শব্দে বলে ওঠো মেয়ে
আমার ভাইরা যেন বেঁচে থাকে আরো বহুদিন।

বেঁচে থাকে বারাসতে, বেঁচে থাকে খরজুনায়
বেঁচে থাকে কামদুনিতে, বেঁচে থাকে কাটোয়ায়
বেঁচে থাকে নৈহাটিতে, বেঁচে থাকে গাইঘাটায়
বেঁচে থাকে মধ্যমগ্রামে, বেঁচে থাকে বাদুড়িয়ায়।

আরো একবার পুনর্জন্ম হোক তোমার
আরো একবার ফিরে এস ভ্রাতৃদ্বিতীয়ায়
আরো একবার ক্ষতবিক্ষত শরীরে লজ্জা সরিয়ে
চুমু খাও ভাইয়ের কপালে।
যতটা অভিমান নিয়ে চলে গেছ তার চেয়ে বেশি
ভালোবাসা নিয়ে ফিরে এস আরো একবার।

আরো একবার সময় থমকে থাকুক
আরো একবার মঙ্গল শঙ্খ বাজুক
আরো একবার সকল পুরুষ বেঁচে উঠুক
এক অলৌকিক ভাইফোঁটায়।
৫/১১/২০১৩