কুয়াশার চাদর গায়ে শীত কন্যা আবারও ফিরে এলো প্রকৃতির মাঝে,
তাইতো আজ বিশাল মাঠ আচ্ছাদিত অগণিত সরষে ফুলে।
আজ শীত কন্যার আগমন হয়েছে,
তাইতো ভ্রমরগুলো মধুর খোঁজে ঘুরে বেড়াচ্ছে চারদিকে।
শীত কন্যার আগমনে, মানব মনে শিহরণ জাগে,
টাটকা রসের হাঁড়ি খেজুর গাছে ঝোলে।
খেজুর গুড়ের কথা ভেবে মনে জাগে আনন্দ,
এই গুড়েতে হয় ভাপা পিঠা, যার স্বাদ অতুলনীয়, অনন্য।
শীত কন্যার যখন আগমন হয় নিসর্গে,
গ্রামগুলো সাজে যাত্রাপালার আয়োজনে।
শীতের সকালে যখন মিষ্টি রোদ চুম্বন করে কপালে,
অসাধারণ এক অনুভূতি জাগে হৃদয় মাঝারে।
সকালবেলা শিশিরভেজা সবুজ ঘাসে যখন এসে পড়ে সোনালী রোদের আভা,
তখন মনে হয় যেন সবুজ মাঠগুলোতে বসেছে মনি-মুক্তোর মেলা।
যাওয়ার সময়ও শীত কন্যা নীরব, নিরাশ করেনা প্রকৃতিকে,
তাইতো সে বিদায় নেই কোকিলের সুরে সুরে।