তোমার কবিতা যত পড়ি ততই মুগ্ধ হই,
ইচ্ছে হয় যেন তোমার কবিতায় ডুবে রই।
মান-অভিমান, অনুরাগ-বিরাগ, দ্বন্দ্ব-সংশয়, ধর্ম কিংবা দর্শন,
সর্বত্র তোমার কাব্যিক লেখার চমৎকার বিচরণ।
তুমি কখনো মানবতাবাদী, কখনো বিদ্রোহী, কখনো প্রেমের কবি,
কখনো আবার ধার্মিক কবি হয়ে লিখেছো অমর গজলগুলি।
শত জুলুম, নিপীড়ন, অত্যাচার তোমাকে দমাতে পারেনি,
সর্বত্র তুমি ছড়িয়েছ তোমার সত্যবাণী।
লিখেছো তুমি অগ্নিবীণা, সঞ্চিতা, চক্রবাক, নতুন চাঁদ, মরুভাস্কর, সাম্যবাদী,
তুমিই লিখেছো দোলন-চাঁপা, ভাঙ্গার গান, ছায়ানট, চিত্তনামা,
বিষের বাঁশি।
তুমি বাংলার কবি, তুমি বাঙালির কবি, তুমি সাম্যের কবি নজরুল,
তুমি মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানের প্রাণের কবি নজরুল।