ঐ পাষাণের হৃদয় ঘরেও প্রেম আছে,
চিরপরিচিত বদমেজাজি লোকটিও সুযোগে প্রেমে পড়ে,
সবাই ভালোবাসে, সবার অন্তরের মাঝে ভালোবাসা আছে,
ভিন্নতা আছে শুধু প্রকাশে।
চুপচাপ ঐ ছেলেটার কিংবা লাজুক ঐ মেয়েটির মাঝে,
ভালোবাসা আছে, প্রেম আছে,
ভিন্নতা আছে শুধু প্রকাশে।
ভালোবাসা পবিত্র হয়,
যা অপবিত্র তা ভালোবাসা নয়, প্রেম নয়।
লাজুক, শান্ত প্রেমিক-প্রেমিকাদের ভালোবাসাগুলো অধিক সুন্দর,
আসলে প্রেম, ভালোবাসা, মহব্বত মাত্রই অনন্য সুন্দর।
লোভ থাকলে ভালোবাসা হয় না, প্রেম জন্মায় না,
লোভ দেয় শুধু স্বার্থের জন্ম, যাতে কোনো আবেগ থাকে না,
আর ভালোবাসা— সে তো স্বার্থহীন প্রেম আজন্ম, আবেগ ছাড়া তার অস্তিত্ব থাকে না।