অন্ধকার রাত; পথহারা পথিক চিন্তায় পড়ে,
কবি বলেন, চিন্তার কারণ নেই, চাঁদমামা হাসবে, তারাগুলো সব জ্বলজ্বল করবে,
জোনাকির আলোয় চারদিকে উৎসব হবে।
তারপর ধীরে ধীরে ভোর হবে,
নতুন সূর্য উদয় হবে,
পাখির কলকাকলিতে চারদিক মুখরিত হবে।
খানিকক্ষণ পর তুলোর মতো মেঘমালা বৃষ্টি হয়ে পড়বে,
বৃষ্টিতে ভিজে পথিক তুমি পুলকিত হবে,
অবশেষে প্রকৃতির স্নিগ্ধতা তোমার মুগ্ধতাকে ছাড়িয়ে যাবে।
কবির কথা শোনতে শোনতে পথিকের অগোচরেই যেন,
রাত শেষে ভোর হলো, সূর্যের উদয় হলো,
অন্ধকার শেষে আলো এলো।