বসন্ত আজ নীরব, ফুল ফোঁটেও যেন ফোঁটে না, নির্মল বাতাস যেন থেমে আছে,
'করোনা' নামক ভয়ঙ্কর এক মহামারি আজ চারদিকে আঘাত হানছে।

নিস্তব্ধতা আজ বাংলার প্রকৃতিতে,
মানুষের আনাগোনা থেমে আসছে।

হে মা'বুদ,
তুমি আমাদের ক্ষমা করো,
তুমি আমাদের রক্ষা করো।
চিরচেনা বসন্তকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দাও,
আমাদের অচেনা ভয়ঙ্কর শত্রুটিকে তুমি চিরতরে বিনাশ করে দাও।