বারান্দায় দাঁড়িয়ে ঐ দূর দিগন্তে তাকাতেই হারিয়ে যায় নিকট অতীতে,
সেই ছোট্টবেলা যেন সামনে ধরা দেয় অনায়াসে।
দেখা যায়, এক ছোট্ট শিশু মনের আনন্দে খেলছে বিশাল উঠোনে,
আছে আরো সঙ্গী-সাথি তারই সাথে।
শিশু-কিশোরদের দুষ্ট মিষ্টি আলাপ আর ছোট্ট পাখিগুলোর কলকাকলি মিলে প্রকৃতিকে জাগিয়ে তোলছে,
সেখানে রজনিগন্ধা, গোলাপ, জবা আর শিউলিদের মেলা বসেছে।
পাকা আমের মিষ্টি ঘ্রাণ চারদিক মাতিয়ে রাখছে,
পাকা কাঁঠাল তার সুবাস ছড়াচ্ছে সবদিকে।
ছোট্ট শিশুটি তার সাথিদের নিয়ে হালকা সবুজ জামরুল খাচ্ছে,
কখনো বাচ্চাগুলো লুকোচুরি, কানামাছি খেলছে।
ধীরে ধীরে সূয্যিমামা পশ্চিম আকাশে হেলে যাচ্ছে,
উঠোনে নীরবতা নেমে আসছে, পাখিরা নীড়ে ফিরছে, পেচকের ডাকও শুনা যাচ্ছে।
পেছনে কেউ কাঁধে হাত দিতেই সোনালি সেই অতীত ফেলে বর্তমানে ফিরে আসি,
সবুজ-শ্যামল প্রকৃতি, সেই উঠোন রেখে আবার কংক্রিটের এই কঠিন শহরে চলে আসি।