অযথা পঙ্ক্তিমালা জুড়ে দিলেই কবি হওয়া যায় না,
অনর্থক মিথ্যা আবেগে মগ্ন হলেই কবি হওয়া যায় না,
সত্যিকারের কবির ভাষা কখনো দুর্বোধ্য হয় না,
সত্যিকারের কবি শুধু প্রিয়তমার একমুখী প্রেমে হারিয়ে যায় না।
কবির প্রেম থাকতে হয় নিসর্গ, দেশ, দেশের মানুষের প্রতি,
মোটকথা তার অগাধ প্রেম, অগাধ ভালোবাসা খোদা ও তার সৃষ্ট সবকিছুর প্রতি,
কবি বিবেককে প্রাধান্য দেয় যতটা, আবেগকে প্রাধান্য দেয় তার হাজার গুণ বেশি।
কবির হৃদয় হতে হয় জ্ঞান আর প্রাণচাঞ্চল্যে পূর্ণ,
আর কবিতা হয় কবি হৃদয়ের সূর্য।
কবি ধার্মিক হতে পারে, হতে পারে বিদ্রোহী, কবি হয় মুক্ত-স্বাধীন,
কিন্তু কবি কখনো হয় না ভীত আর পরাধীন।
কবিতাই কবির শক্তি, কবির অস্ত্র,
যা দিয়ে কবি সমস্ত অন্যায়কে করে বিতাড়িত।