যার কবি হওয়ার বাসনা থাকে সে কভু হয় না কবি,
যে মনের অজান্তে লেখে যায় সে-ই হয় কবি।
কবি আর কবিতা অবিচ্ছেদ্য,
কবিতা যেন কবির আহার, অন্ধকারে পথ চলার পাথেয়।
খামখেয়ালিপনা, রোমান্টিক, রোমাঞ্চকর ভাবনা,
কবিতার নয়, কবিরই ভাষা।
কবি কখনো পক্ষপাত করে না,
কবি হয় প্রকৃত মানুষ, একজন মুক্তমনা।
যার আবেগ নেই, সে কবি নয়,
কবিতা কখনো তার নয়।
কবিতা তারই হয়,
প্রেমে পূর্ণ যার হৃদয়।
কবিতার আরেক ধর্ম ভালোবাসা,
উদারতা কবির অন্তরের ভাষা।