ঐ ক্রন্দনরত শিশুর রুহের অভিশাপ একদিন তোমাদের পাষাণ হৃদয়কে ছেদ করবে,
অসহায় মায়ের আর্তনাদ একদিন তোমাদের ভাগ্যকে ভেঙে টুকরো টুকরো করবে।
তোমাদের ঐ পাশবিক অট্টহাসি, নির্দয় আনন্দ একদিন তোমাদের সীমাহীন মর্মপীড়ার কারণ হবে,
তোমাদের সব সুখ, সন্তোষ, পরিতোষ একদিন বন্ধ হবে।
তোমাদের সব জল্লাদপনা, তোমাদের সব ক্রূরতা,
খুব দ্রুতই নিঃশেষ হয়ে একদিন লেখা হবে পবিত্র ভূমি বিজয়ের কবিতা।
ধরিত্রী থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে, ইতিহাসের আস্তাকুঁড়ে সত্বর নিক্ষিপ্ত হবে তোমরা,
ঐ ইতিহাসেই পুনর্বার স্বর্ণাক্ষরে লেখা হবে ফিলিস্তিনের বিজয়গাঁথা।
মজলুম নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ; যাদের রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে আবারও আল-আকসায় আল্লাহর গুণগান হবে,
সেই শহিদেরা জান্নাত থেকে এই বিজয় দেখে আনন্দে আত্মহারা হবে।
জালিমগোষ্ঠী এবং পা চাটা মুনাফিকেরা সেদিন হয়ত বায়তুল মুকাদ্দাসের বিজয় স্বচক্ষে দেখে দুনিয়াতেই দোজখের স্বাদ পাবে,
নয়ত তাদের সহচরদের সাথে জাহান্নামে যন্ত্রণাগ্রস্ত হবে,
অথবা মুসলিম মুক্তিকামী মুজাহিদদের প্রতিশোধের অনলে জ্বলে ভষ্ম হবে।