"কুহু কুহু" গান শোনা যায় কালচে ধূসর কোকিলার কণ্ঠে,
তাহলে ফাগুন কী এসে গেছে এই মৃত প্রকৃতিকে জীবিত করতে!
আজ গাছে গাছে কাঁঠালচাঁপা, কনকচাঁপা, রুদ্রপলাশ আর দেবকাঞ্চনদের অবাধ বিচরণ দেখা যাচ্ছে,
তাহলে ফাগুন কী এসে গেছে এই রুক্ষ মাটিকে সজীব করতে!
আজ কানে যেন বাজে মৃদু গুঞ্জন, নীল আকাশে উড়ে বেড়ায় বসন্তবাউরি, ভিমরাজ, শালিক, টিয়ারা,
তাহলে ফাগুন কী এসে গেছে দূরে সরাতে সব নিস্তব্ধতা!
হ্যাঁ! ফাগুন এসেছে। তাইতো ডালে ডালে হাসছে আমের মুকুল,
গাছে গাছে গল্প করছে থোকা থোকা পাকা কুল।
ফাগুন এসেছে। তাইতো মাঝে মাঝে হু হু করে বয়ে যাচ্ছে দমকা হাওয়া,
নীল আকাশে বসেছে সাদা মেঘের মেলা।
পুরনো জীর্ণ প্রকৃতিকে জাগাতে ফাগুন এসেছে আমাদের মাঝে,
প্রকৃতিও তাই ফুলে-ফলে সাজছে নতুন সাজে।
আমাদের অন্তরেও যেন আসে নতুন এক ফাগুন,
যার কোমল হাওয়ায় দূর হবে সকল ঈর্ষার আগুন।