কবিমনে লেগেছে আজ বসন্তের ছোঁয়া,
তাইতো অন্তরে বাজে নানান সুরের গান, নানান ছন্দের কবিতা।
অতীতের ভালোলাগা স্মৃতি জাগে হৃদয়ের গহীনে,
কবিমন সিক্ত হয় অনন্য এক আবেগে।
বাসন্তী বাতাস হৃদয়কে নাড়া দেয়,
সজোরে আঘাত করে চিত্তে,
বসন্তের প্রকৃতি কবির অন্তরে প্রফুল্লতা দেয়,
আপনাআপনি গান বাজে সমস্ত প্রাণ জুড়ে।
সবুজের এই সমারোহে বসন্ত নিয়ে আসে কোকিলের মধুর গান, কৃষ্ণচূড়ার মনকাড়া লাল রং, চাঁপা ফুলের মাতাল করা গন্ধ,
তাইতো ঋতুরাজের প্রতি কবিকুলের ভালোবাসা অনন্ত।