আজ অ আ ক খ বর্ণমালা যেন নীরবে নিঃশব্দে কাঁদে,
রফিক, সালাম, বরকত, আব্দুল জব্বারদের রক্ত যেন বৃথা গেছে।
কেন জানো?
কারণ আজ মাতৃভাষা থেকেও যেন নেই,
বাঙালির কাছে রক্ত দিয়ে পাওয়া বাংলা ভাষার কোনো মূল্য নেই।
তারা বাংলা লেখে ইংরেজি বর্ণ দিয়ে,
এটাই না-কি 'আধুনিকতা' তাদের মতে।
তারা বাংলা বলতে লজ্জা পায়!
তারা বাংলা লেখতে লজ্জা পায়!
তারা আজও বিদেশিদের দাসত্বই করে যায়।
তারা 'ভাল' আর 'ভালো'র তফাত বোঝে না,
তারা 'চাই' আর 'চায়'র ফারাক বোঝে না,
তারা আজকাল বলে 'মাদার ল্যাঙ্গুয়েজ'; 'মাতৃভাষা' তারা বলে না।
ফেব্রুয়ারির একুশ তারিখের শহিদদের আত্মার খবর আমার জানা নেই,
তবে এতটুকু জানি, আজ তাদের রক্তে পাওয়া বর্ণমালা ভালো নেই।