বিলাদ আশ-শামের বিজয়ের ঘণ্টা বাজে,
গাজওয়াতুল হিন্দের সুবাতাস বইছে আজি চতুর্দিকে।
প্রতিশ্রুত মাহদির আগমনী বার্তা আকাশে-বাতাসে,
আমিও যেন তাঁর হাতে বাইআত নিয়ে শরিক হতে পারি পবিত্র জিহাদে।
পবিত্র ভূমি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আমাদেরই হবে,
শহীদের রক্তে রঞ্জিত জেরুজালেমের মাটিতে আল্লাহর ইচ্ছায় বিজয়ের নিশান উড়বে সগৌরবে,
ঈসা মসীহ অবতরণ করবেন দামেস্কের শুভ্র মিনারে।
ভয়ঙ্কর দাজ্জাল তাঁরই হাতে হবে পরাভূত,
ধ্বংস হবে শয়তানের ষড়যন্ত্র ও মিথ্যার স্তূপ যত।
ইয়াজুজ-মাজুজের বিপর্যয় শেষে আসবে শান্তি,
আলোর বার্তা ছড়াবে বিশ্বময়, প্রতিষ্ঠিত হবে ন্যায় ও নীতি।
এই সৃষ্টিজগৎ ভরবে ন্যায়, শান্তি, সুশাসনে,
সমাপ্তি ঘটবে অবিচার আর অন্যায়ের একসঙ্গে।
পৃথিবী হবে নতুন, আলোকিত হবে প্রতিটি জনপদ,
মুসলিম উম্মাহ ফিরে পাবে আবার সেই হারানো খিলাফত।
হে খোদা, তোমার এই গুনাহগার বান্দাকে দাও সেই জিহাদে অংশগ্রহণের সুযোগ,
অবিচারের বিরুদ্ধে জিহাদে যেন পেতে দিতে পারি নিজ বুক,
তওফিক দাও যেন আমি জিহাদের ময়দানে বরণ করতে পারি শাহাদাত,
তওফিক দাও যেন আমি হতে পারি তোমার প্রিয় হাবিব সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন প্রকৃত উম্মাত।